Logo

সারাদেশ

নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে কারখানায় ডাকাতি, ৩০ লাখ টাকার মাল লুট

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:৫৩

নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে কারখানায় ডাকাতি, ৩০ লাখ টাকার মাল লুট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল সীমানা প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা কারখানার ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে প্রায় সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে পিকআপভ্যানে ভরে নিয়ে যায়।

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান জানান, ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় নিরাপত্তাকর্মীরা ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তারা অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়েন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

আতাউর রহমান সোহেল/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কারখানা ডাকাতি নিরাপত্তাকর্মী হাত-পা বাঁধা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর