আ.লীগ নেতার দেওয়া আগুনে ছাত্রদল নেত্রীর বাড়ি পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৭:১৫
-67daa75e225d9.jpg)
চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তারাবি নামাজের পর রাত ১০টার দিকে জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি গাড়িসহ চার থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘরসহ সব আসবাবপত্র।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক নুরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন তিনি বলেন, রাত ১১দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করি, তার সুত্রধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেব।’
এদিকে এই ঘটনা সম্পর্কে জেনে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও গিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আলআমিন ভূঁইয়া/এমআই