
শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সময়ে ২৫টি ড্রেজার মেশিন, ৩টি ভেকু, ৩টি ট্রাক, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া তিন হাজার ফুট পাইপ ও বালু উত্তোলনের মাচা ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। নালিতাবাড়ীর ভোগাই নদীর পাড় ভেঙে মাটি তোলার জন্য উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা, ডাক্তারঘোপ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অন্যদিকে, শ্রীবরদীর বাবলাকোনা ও হাড়িয়াকোনা এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে সাজাপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার পিঠাপুনী গ্রামের মোখতার আলীর ছেলে মো. ইমান আলী (২৩), দাওধারার আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান (২১) ও আ. বারেকের ছেলে মো. জসিম উদ্দিন (২২)।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে। এ জন্য প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’
- শাহরিয়ার শাকির/এমজে