যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুর বিচার চাইল হেফাজতে ইসলাম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২০:৪৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে।’
বুধবার (১৯ মার্চ) হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হেফাজতে ইসলামের এই নেতা।
ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেওয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। ভারত যদি এসব বন্ধ না করে, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।’
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানী, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, কুমিল্লা জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমজাদ হোসাইন প্রমুখ।
- সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে