হাসিনাকে গান শোনালেন আ.লীগ নেতা, ফোনালাপ ভাইরাল

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২৩:১৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে কটূক্তি করে গান রচনা করেছেন বরগুনার তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতা। ওই গান তিনি পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে শুনিয়েছেন। হাসিনা ওই গান শুনে তাকে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
ওই আওয়ামী লীগ নেতার নাম ফোরকান ফরাজী। তিনি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে এবং একই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে, ‘আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা।’
ওই নেতা শেখ হাসিনাকে বলেন, ‘আপা তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য অ্যাডমিন ভাইকে আমার অন্তস্থল থেকে অভিন্দন জানাচ্ছি। আপা আপনার জন্য একটি গান রচনা করেছি।’
এরপর শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কন্ঠে গানটি শেখ হাসিনাকে গেয়ে শোনান। গান শুনে শেখ হাসিনা বলেন বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন ইউনুস সাত তলায় নয় ১৬ তলায় থাকেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত থেকে এমন একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। এরপর থেকে ফোরকানের বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুঁজতে থাকে। কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে পালিয়েছে।
ঘটনার পর থেকেই তালতলী উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপজেলার লাউপাড়া বাজারে ইফতারের পরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী অংশ নেয়।
এ বিষয়ে তালতলী উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয় প্রতিবাদে আমরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমরা ষড়যন্ত্র প্রতিহত করব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বলেন, ফোরকান ফরাজীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডাকা হয়েছে। প্রতিবাদ সভা শেষেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোনকারকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ