গাজীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণধোলাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:১৬

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে আট বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে দুই দফা ধর্ষণের চেষ্টার অভিযোগে মুসলেম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। পরে অভিযুক্ত অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ১১টার দিকে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এরপর হঠাৎ বৃদ্ধ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। স্থানীয় একাধিক ব্যক্তির বাধায় শেষ পর্যন্ত বসতবাড়িতে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই।
অভিযুক্ত মুসলেহ উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলগেট এলাকার তাহের আলীর ছেলে। সেই শিশু একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটি অভিযুক্ত বৃদ্ধের নিকটাত্মীয়।
শিশুটির মা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার সন্তানকে দুই দফা ধর্ষণের চেষ্টা করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। এ ঘটনার পর শিশুর একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি ধর্ষণ চেষ্টার বর্ণনা দিয়েছে এবং বিচার দাবি করেছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহেল/এমবি