Logo

সারাদেশ

রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৯

রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের দোকানগুলো ও মূল্যবান জিনিসপত্র পুড়িয়ে গেছে।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গ্রীন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারাবো ব্রিজে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। 

কাচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দিবাগত রাত ২টার দিকে গ্রীন সিটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে তিনি জানান।

এন বি আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর