ডাকাতি শেষে পালানোর সময় ট্রাক উল্টে প্রাণ গেল ডাকাতের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৩৭

নওগাঁ শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় ডাকাতির পর পালানোর সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুই ডাকাতকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল একটি দল। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় মহাদেবপুর থানা এবং নওগাঁ সদর থানা পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৬টি স্থানে বেরিকেড তৈরি করে ডাকাতদের ধাওয়া শুরু করে। ডাকাতরা বেরিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়।
ট্রাকটি উল্টে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই ডাকাত, রুবেল হোসেন ও মাসুদ রানা, পুলিশ দ্বারা আটক হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ডাকাতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ধারণা, তাদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায়।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। নিহত ডাকাতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।’
- এম এ রাজ্জাক/এমজে