Logo

সারাদেশ

দেশ অচল করতে পোশাক কারখানায় পরিকল্পিত নৈরাজ্য : অনন্ত জলিল

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:২৭

দেশ অচল করতে পোশাক কারখানায় পরিকল্পিত নৈরাজ্য : অনন্ত জলিল

ঢাকাই ছবির ‘আলোচিত’ নায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল অভিযোগ করে বলেছেন, ‘দেশকে অচল করার জন্য পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানাগুলোতে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এর সাথে একশ্রেণি শ্রমিক সংগঠন ছাড়াও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ-এর একাংশ দায়ী।’

বুধবার (১৯ মার্চ) সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই ও এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘২৪০টি গ্রুপ অব কোম্পানিজ বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার। যে কারণে বাংলাদেশে চিন্তিত সন্ত্রাসী এবং ডাকাতি বেড়ে গেছে।’

এর আগে কারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল করেন অনন্ত জলিলের মালিকানাধীন দুটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তৈরি পোশাক শ্রমিকরা।

  • আরিফুল ইসলাম সাব্বির/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর