আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:১০

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ চার বছর ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে কোনোরকম দিন কাটাচ্ছে ১৭৫ পরিবার। ঝড় হলে শুধু মানুষ বাঁচে আর কিছু বাঁচাতে পারে না তারা। তাদের যুদ্ধ পায়ে পায়ে। প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় তাদের। অথচ নিজেদের ভিটেমাটি ছেড়ে আজ ছিন্নছাড়া তারা।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে পুনর্বাসন প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো ভুক্তভোগী পরিবারগুলো তা পায়নি। ফলে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত ঘর হস্তান্তরের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর দ্রুত হস্তান্তর করা না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হাফিজুর পিন্টু, হুমায়ুন মোল্লা, সিমা, মো. মামুন মৃধা, খবির মোল্লা, রাশিদা, আব্বাস মৃধা প্রমুখ।
জাকারিয়া জাহিদ/এমবি