দুই নেতার পদ স্থগিত
ইফতার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, মারা গেলেন আহত ছাত্রদল নেতা

তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:৪৬

নিহত ছাত্রদল নেতা। ছবি : সংগৃহীত।
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনায়েতপুর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১৮ মার্চ) সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা ইফতার মাহফিলে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
কবির হোসেন সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।
ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও মঞ্জু রহমান মঞ্জু শিকদারের পদ স্থগিত করা হলো। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্তপূর্বক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
- এমজে