শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:৩৫
-67dbe156b73e0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
৭ দফা দাবিতে ক্লাস বর্জন করে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টা থেকে আধাঘণ্টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। সকাল ১১টার দিকে ইনস্টিটিউট গেটের সামনে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে ৭ দফা দাবি পূরণে নানা স্লোগান দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।
এরপর দুপুরে তারা জেলা প্রশাসকের কক্ষে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপি গ্রহণ করে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ছেড়ে যায়।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো-
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
শাহরিয়ার শাকির/এমআই