-67dc13e7603c5.jpg)
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পুকুরের পানিতে ডুবে মোমিন মিয়া ও মোরছালিন মিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোমিন মিয়া ওই গ্রামের নাহিদ মিয়ার ছেলে ও মোরছালিন মিয়া একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশুরা। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে স্বজনরা এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।’
আতিকুর রহমান/এমআই