Logo

সারাদেশ

পাবনায় ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:১২

পাবনায় ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

পাবনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ৫৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে অভিযানটি পরিচালনা করেন পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, পাবনা শহরের বিভিন্ন বাজারে দ্রব্য মূল্য ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেশি দামে মেডিসিন বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে শেফা ফার্মেসিকে ২০ হাজার টাকা, বিশ্বাস ফার্মেসিকে ১০ হাজার টাকা, তামিম ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

এছাড়া শহরের মার্কেটে লাল টিপে জামার মূল্য দেখাতে না পারায় ৩ হাজার টাকা, সোনার পরি দোকানকে বেশি দামে জামা কাপড় বিক্রির জন্য ১০ হাজার টাকা, আমদানি বিহীন কসমেটিক বিক্রির জন্য ৫ হাজার টাকা ও মুরগির দোকানে দাম বেশি রাখায় ১ হাজার টাকাসহ ৫৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, র‍্যাব ও পুলিশ লাইনস’র একটি চৌকস দল উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কামাল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর