বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, শেরপুর
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০৭

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।
আহতরা হলেন- সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো. সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০) ও ক্ষন্নষশি (৫০)। এরা সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা। স্থানীয়রা ৭ জনকে গুরুতর আহত হওয়ায় আগেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি।
স্থানীয় আমিনুল জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক ধুনটের দিক থেকে আসছিল। এ সময় রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে দাঁড়িয়ে থাকা হানিফ নামের পথচারীকে চাপা দেয়। এরপর ট্রাকটি প্রায় ২০০ গজ দূরে গিয়ে যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিলে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলে ও হানিফ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।
আহত হারান জানান, আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রনবীরবালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুল ওয়াদুদ/এমবি