কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:২২

কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চাকিরপশার ইউনিয়নের জলুটারী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক।
অভিযান সূত্রে জানা যায়, চাকিরপশার বিলের ওপর দুইজন ব্যক্তি অবৈধভাবে ঘরবাড়ি দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন। তারা স্বেচ্ছায় দখল ছেড়ে অন্যত্র বসতি স্থাপন করেছেন এবং বিলের উচ্ছেদ কাজে সহযোগিতা করেছেন। এ সময় ১৫০ ফুট লম্বা ও প্রায় ১৫ ফুট প্রশস্ত বিলের পাড় উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাকিরপশার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজারহাট থানা পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রামসহ স্থানীয় এলাকাবাসী।
রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারের গতি আরও জোরদার করা হবে।
চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান যথেষ্ট আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছেন।
ফজলুল করিম ফারাজী/এমবি