Logo

সারাদেশ

পটুয়াখালীতে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:০২

পটুয়াখালীতে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর মহিপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নিহতের নাম মাফিয়া বেগম (১৬)। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মাফিয়ার পরিবার এটি হত্যা বলে দাবি করলেও মেহেদীর পরিবার বলছে, এটি আত্মহত্যা।

নিহতের মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন জানান, তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মেহেদী তাকে নির্যাতন করছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে (১০) স্বামীর বাড়িতে যেতে বলেন। মারিয়া সেখানে গিয়ে দেখেন, মেহেদী তার বোনকে মারধর করছে। বিষয়টি সে বাড়িতে এসে জানায়।

রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন করে জানান, মাফিয়া গলায় দড়ি দিয়েছেন। পরে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। অন্যদিকে, মেহেদীর পরিবার বলছে, মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর