Logo

সারাদেশ

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:২১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চরাঞ্চল চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৬) ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল। বিরোধের জেরে আব্দুস সালামের অনুসারীরা দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। শুক্রবার ভোরে তারা এলাকায় ফিরে আসলে সামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আমিন ও বাশার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা দুজনই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী ছিলেন।

নিহতদের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত আমিন মিয়ার বাবা খোরশেদ মিয়া বলেন, সামসু মেম্বারের কারণে আমি ও আমার ছেলে পাঁচ মাস ধরে বাড়িছাড়া ছিলাম। ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছিলাম, তখন সামসু মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমার ছেলের দুই পায়ে দুইটা গুলি করে মাটিতে ফেলে বুকের ওপর বসে গলা টিপে হত্যা করে। আমার ছেলে প্রায় চার মাস আগে সৌদী আরব থেকে দেশে এসেছে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আমার অনুসারীরা ছয় মাস ধরে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুইজন নিহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর