সুন্দরবন রক্ষায় দূষণরোধ ও বন্যপ্রাণী অপরাধ দমনের দাবি

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মোংলা
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:৩৩

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষায় দূষণরোধ ও বন্যপ্রাণী অপরাধ দমন করতে বিভিন্ন পরিবেশকর্মী সংগঠন মোংলায় অবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টায় মোংলা সরকারি কলেজের ম্যানগ্রোভ বনে আয়োজিত এই কর্মসূচিতে সুন্দরবনের সুরক্ষা এবং পরিবেশ দূষণ, বন্যপ্রাণী হত্যা রোধে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সুন্দরবন আমাদের প্রাণের ঠিকানা, এটি আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে সুরক্ষা দেয়, কিন্তু এই বনকে রক্ষা করতে হবে।’
পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘গরমের দিনে কিছু অসাধু মাছ ব্যবসায়ী বনজ গাছপালা পুড়িয়ে মাছ ধরার চেষ্টা করে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’
পরিবেশকর্মী মোস্তাফিজুর রহমান মিলন বলেন, ‘কয়লা, বিষ ও প্লাস্টিক দূষণের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি সুন্দরবন রক্ষায় আন্তর্জাতিক বন দিবসে সবাইকে শপথ গ্রহণের আহ্বান জানান।
ধরা’র নেত্রী কমলা সরকার বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা দূষণ, শিল্পায়ন এবং ভূমি দস্যুদের আগ্রাসনের কারণে সুন্দরবন দিন দিন সংকুচিত হচ্ছে। সুন্দরবন রক্ষা করতে হলে এসব প্রকল্প বন্ধ করতে হবে।’
এমজে