ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৫:৩৪
-67dd3299549a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা, ভারতে মুসলিম নির্যাতন ও মানিকগঞ্জ নার্সিং কলেজে শিক্ষার্থীদের ইফতার মাহফিল গরুর গোস্ত নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদ গেট থেকে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু হয় এবং মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বরতা, ভারতের মুসলিম নির্যাতন ও মানিকগঞ্জে নার্সিং কলেজে ইফতারিতে গরুর গোস্ত নিষিদ্ধ এই সবই মুসলিমদের উপর অত্যাচার। সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মুসলিমদের অত্যাচার করা হয় । এসব অত্যাচার বন্ধের জন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
আফ্রিদি আহাম্মেদ/এমআই