ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:০২
-67dd392a6354c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মুসলমানদের বর্বর গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন এবং গাজায় নিরীহ মুসলমানদের উপর বোমা হামলা করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইহুদি ইসরায়েল'রা যুদ্ধবিরোধী লঙ্ঘন করে গাজায় মুসলমানদের বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান বাংলাদেশের ১৮ কোটি জনসাধারণকে।
এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান।
ছোটন বিশ্বাস/এমআই