পটুয়াখালী আ.লীগ সভাপতির নিকট আত্মীয় পেলেন বিএনপির সদস্য পদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:১৪
-67dd3c0596288.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কাজী আলমগীরের (স্ত্রীর বড় ভাইয়ের ছেলে) নিকট আত্মীয় এনামুল হাসান শিকদারকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এনামুল হাসান কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামালের চাচাতো ভাই।
জানা গেছে, ১৫ মার্চ এনামুল হাসানকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য করা হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, এনামুল হাসান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন সময় জমি দখল, সালিশের নামে অর্থ আদায় এবং কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি দখলের অভিযোগ রয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ আরও বেড়ে যায়, যখন জানা যায় সদস্যপদ পাওয়ার আনন্দে এনামুল হাসান ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাসি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘ওই ইউনিয়ন থেকে বিএনপি নেতৃবৃন্দ এনামুল হাসানের বিষয়ে সুপারিশ করায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছে। তবে, তার রাজনৈতিক অতীত সম্পর্কে আমি বিস্তারিত জানতাম না।’
আরিফুল ইসলাম সাগর/এমআই