সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:২৪
-67dd68a00d849.jpg)
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় তফিকুর রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তফিকুর রহমান দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের কান্দাহাটির ফয়জুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মদনপুর-দিরাই সড়কে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে তফিকুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিৎ রায় বলেন, ‘দুর্ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মো. আব্দুল হালিম/এমআই