সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল ‘হাতেখড়ি ফাউন্ডেশন’

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:৫৬
-67dd701e39be4.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে এক বক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে ছিল সেমাই, চিনি, দুধ, লুডস, ট্যাং, বাদাম, কিশমিশ, মুড়ি ও চিড়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান, হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তারসহ আরও অনেকে।
উপহার পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলেন, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমাদের পরিবারের জন্য এটি অনেক বড় কাজে দিবে।
পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম জানান, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। মা-বাবাকে নিয়ে আনন্দে ঈদ কাটাতে পারব।
সমাজসেবক এ আর মামুন খান বলেন, ‘এ বছর হাতেখড়ি ফাউন্ডেশনের মহৎ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সংগঠনটির এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক।’
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফুটাতে পারা আমার কাছে মানসিক প্রশান্তির ব্যাপার। সমাজের এসব অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
সৈয়দ বশির আহম্মেদ/এমআই