Logo

সারাদেশ

তাড়াশে ব্রিজ নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:২৪

তাড়াশে ব্রিজ নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে কাটাগাড়ি জিসি সড়কে ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত শুধু স্পাইলিংয়ের কাজই শেষ হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ নির্মাণ না হওয়ায় ডাইভারশন রাস্তা সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটি উঁচু-নিচু হওয়ায় যানবাহনের ব্রেক আটকে যাচ্ছে। উঁচুতে উঠতে হলে যাত্রীদের গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে হচ্ছে। ইতোমধ্যে সেখানে দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে। আগামী ৬ এপ্রিল স্কুল-কলেজ খুললে দুর্ভোগ আরও বাড়বে।

এলাকার কৃষক হামিদ জানান, ব্রিজটি নির্মাণ না হলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে বৃষ্টির সময় আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফজলুল হক জানান, নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এন্ড ডন এন্টারপ্রাইজ (জেভি) ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ পেয়েছিল। পরে কাজটি কিনে নেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম গকুল। বর্তমানে মো. ওয়াহিদুল ইসলাম নামের এক ঠিকাদার কাজ করছেন। কিন্তু তিনি হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছেন।

প্রকৌশলী আরও বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য ইতোমধ্যে দুটি চিঠি দেওয়া হয়েছে। তবে কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর চরম ভোগান্তি অব্যাহত রয়েছে।

ঠিকাদার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বিল পেতে দেরি হচ্ছে। যার কারণে ব্রিজের নির্মাণকাজ শেষ করতে পারছি না।

ফিরোজ আল আমিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর