হরিরামপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, হরিরামপুর
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৩৩

মানিকগঞ্জের হরিরামপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান। তিনি রমজানের গুরুত্ব, তাৎপর্য ও এর নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফ আলী খান ও সহকারী সেক্রেটারি আলামিন হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি টিপু সুলতান ও সেক্রেটারি আব্দুল মান্নান, আমিনুর রহমান আজাদ গায়ান, হায়দার বিশ্বাস, জাহিদ মোল্লা, ডা. সাহিদুর রহমান খানসহ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
দিপংকর মন্ডল/এমবি