Logo

সারাদেশ

সুন্দরবনে আগুন, ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:২৩

সুন্দরবনে আগুন, ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন লাগলেও শনিবার (২২ মার্চ) বিকেল পাঁচটা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে না পড়ে, সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগ দুপুরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে এবং অগ্নিনির্বাপণের প্রাথমিক কাজ শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, ‘শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঘটনাস্থল থেকে ভোলা নদী প্রায় ৩ কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।’

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, ‘শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং ফায়ার লাইন কাটা হয়েছে। আগামীকাল সকালেই ফায়ার সার্ভিস কাজ শুরু করতে পারবে বলে আশা করা যাচ্ছে।’

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদ বলেন, ‘সুন্দরবনের রেঞ্জের আশপাশে এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে এই শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা বাড়াতে হবে।’

উল্লেখ্য, গত ২২ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এবারও কলমতেজী এলাকায় আগুন লাগায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

শেখ আবু তালেব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর