Logo

সারাদেশ

মহিলাদল নেত্রীর সাথে ‘কথা কাটাকাটি’

বিএনপি নিয়ে কটূক্তির অভিযোগ ওসির বিরুদ্ধে

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:৪৬

বিএনপি নিয়ে কটূক্তির অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের বিরুদ্ধে অশালীন আচরণ, সামাজিক ন্যায়বিচার লঙ্ঘন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ নিয়ে পুলিশের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিন।

শনিবার (২২ মার্চ) বরিশাল রেঞ্জের ডিআইজি, বরগুনার পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন শিরিন। 

অভিযোগে বলা হয়, গত ১৮ মার্চ দুপুরে থানার এসআই সাইতুল ইসলাম শিরিনকে ফোন করে জানান, তার জামাতা সোহানের নামে মামলা হয়েছে। তখন থানায় আসতে বলা হলে শিরিন জামাতা সোহানকে নিয়ে থানায় যান। কিন্তু থানায় গিয়ে সাইতুলের ফোন বন্ধ পাওয়ায় তারা ফিরে আসেন। রাত দশটার দিকে পুনরায় এসআই সাইতুল শিরিনকে ফোন করে জানান, তার জামাতা সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শিরিন থানায় গিয়ে জামাতাকে দেখতে চাইলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এরপর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান শিরিনকে তার রুমে নিয়ে গালিগালাজ করেন। শিরিন তার দলীয় পরিচয় দিলে ওসি আরও উত্তেজিত হয়ে তাকে ভাইরাল করার হুমকি দেন এবং বিএনপি নিয়ে কটূক্তি করেন।

লিখিত অভিযোগে শিরিন বলেন, ‘ওসি আমাকে তার রুমে নিয়ে গিয়ে বলেন, ‘তুই একটা খারাপ মহিলা, বাজারের নটি। তোকে আমি গ্রেপ্তার করলাম।’ তখন আমি আমার দলীয় পরিচয় দেই। দলীয় পরিচয় দিলে তিনি আরও উত্তেজিত হয়ে বলেন, ‘তুই কী করবি? তারেক রহমানকে ফোন দিবি? আমার ফোন দিয়ে দে। আমি তোকে ভাইরাল নেত্রী বানাব। আমি আরও ২০ বছর আগে তারেক রহমানের সাথে রাজনীতি করছি।’

শিরিন আরও বলেন, ‘এরপর আমি জেলা বিএনপি নেতাদের পরিচয় দিলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘জেলা বিএনপি ও জেলা মহিলা দল আমার কোনো কাজে লাগে না।’ 

পরের দিন দুপুর ১টার পরে শিরিন ও তার মেয়েকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। শিরিন ও তার মেয়ের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ওসির নারীদের সাথে খারাপ আচরণের তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসানের সাথে কথা বলতে চেষ্টা করা হলে তার ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযোগের তদন্ত দ্রুত হওয়া উচিত। ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর