Logo

সারাদেশ

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:৩০

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ও পশ্চিম শানবান্দা এবং মধ্যোবরুন্ডী থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান-উল্লা বিষয়টি নিশ্চিত করেন।

এস এম আমান-উল্লা জানান, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তনিমা ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।

এদিকে, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ছাড়াও মধ্যবরুন্ডী এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আফসানা ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান-উল্লা বলেন, ‘তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আফসানা ও তনিমা আত্মহত্যা করেন। কিন্তু কালীগঙ্গা নদীতে ভাসমান মরদেহের বিষয়ে এখনো কিছু জানাজানি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

আফ্রিদি আহাম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর