লালমনিরহাটে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মাল্টিমিডিয়া করেসপেন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:৩৫

লালমনিরহাটের কালীগঞ্জে সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা-মহিপুর সেতুর সংযোগ সড়কে রুদ্রেশ্বর এলাকায় হাজী মার্কেটের হাজী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এতে অটোরিকশার আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা কাকিনামুখী একটি সিএনজি বিপরীতগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার পর সিএনজিটি কালীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি সেলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাহেবুল ইসলাম টিটুল/ওএফ