বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাইয়ের মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:৪৯

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার বেলকুচি গ্রামের শরিফুল ইসলাম খোকন বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, সরকারের নদী পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় শাহদহ এলাকায় মাটি-বালু উত্তোলন করা হয়। পরে দরপত্রের মাধ্যমে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীকে ১৮ লাখ ঘনফুট মাটি-বালু অপসারণের অনুমতি দেওয়া হয়।
এদিকে ব্যবসার উদ্দেশ্যে শরিফুল ইসলাম খোকন স্থানীয় ভূমি মালিক ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১৮ লাখ ঘনফুট মাটি-বালু ক্রয় করেন। এর মধ্যে তিনি প্রায় ১০ লাখ ঘনফুট মাটি-বালু অপসারণ করেন।
অভিযোগ রয়েছে , এসময় বিএনপিনেতা রফিকুল ইসলাম শাহীন শরিফুল ইসলাম খোকনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৬ মার্চ বিকেলে রফিকুল ও তার সহযোগীরা শাকদহ গ্রামে গিয়ে মাটি-বালু বিক্রয়ের ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমআই/এটিআর