Logo

সারাদেশ

দাওয়াত না পেয়ে রোজাদারের ইফতার ফেলে দিলেন বিএনপি নেতা

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০০:০৬

দাওয়াত না পেয়ে রোজাদারের ইফতার ফেলে দিলেন বিএনপি নেতা

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুবদলের ইফতার মাহফিলের মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপি দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যুবদলের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই আয়োজনে দাওয়াত না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা পিয়ার আলী তা সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। ফেলে দেয়া হয় রোজাদারদের জন্য তৈরি ১৫ পাতিল বিরিয়ানি। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

যুবদল নেতা মো. জহির জানান, পিয়ার আলীকে দাওয়াত না দেয়ায় তারা মঞ্চ ভাংচুর করে। খাবার নষ্ট করে চলে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পিয়ার আলী জানান, যে আয়োজন করেছে সে বিএনপির কোনো পোস্টে নেই। সে কেন এমন আয়োজন করবে। এ বিষয়ে পরে কথা বলব।

আরিফুল ইসলাম সাব্বির/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর