মির্জাপুরে গুলি ছুঁড়ে ৭৮ লাখ টাকা ছিনতাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৫১
-67df692967fc7.jpg)
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ৪ ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কত রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়ে ৪ ব্যবসায়ীই আহত হয়েছেন।
পুলিশ ও ছিনতাইয়ের শিকার রাজশাহীর বিন্দারপুর এলাকার ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, তিনিসহ ৪ ব্যবসায়ী শনিবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা সাপ্তাহিক হাটে ২৮টি মহিষ বিক্রি করতে আসেন। সবগুলো মহিষ বিক্রি শেষে প্রাইভেটকারযোগে তারা রাজশাহীর উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর সড়কের দু’দিক থেকে ৫-৬টি মোটরসাইকেল ও পেছন দিক থেকে একটি মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ির সামনের গ্লাস পাইপ দিয়ে ভাঙতে থাকে এবং ফাঁকা গুলি ছুঁড়ে ভীতি সৃষ্টি করে। পরে কৌশলে তারা প্রাইভেটকারের চাবিটি হাতিয়ে নিয়ে গাড়ির ভেতরে থাকা মহিষ বিক্রির ৭৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার সংবাদ পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ.এম. রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
রাব্বি ইসলাম/বিএইচ