Logo

সারাদেশ

ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

মা! যত কষ্টই হোক আমাকে বড় হতে হবে

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৪০

মা! যত কষ্টই হোক আমাকে বড় হতে হবে

মা-বাবার সঙ্গে সাকিব । ছবি : বাংলাদেশের খবর

দারিদ্র্য কখনোই সাফল্যের পথে বাধা হতে পারেনি—এ কথার সত্যতা প্রমাণ করেছে নীলফামারীর সাকিব খান। কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে একের পর এক সাফল্য ছিনিয়ে এনেছে সে।

নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের সাকিবের বাবা মহসিন আলী একজন ফেরিওয়ালা। বাইসাইকেলে ঘুরে কাটা কাপড় বিক্রি করে চলে তাদের সংসার। অভাব-অনটনের কারণে ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হলেও সাকিব থেমে থাকেনি। জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছে সে। দিনাজপুর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করে তাক লাগিয়ে দেয় সবাইকে।

অভাবের কারণে কোচিং করতে পারেনি, তবুও মেধা ও আত্মবিশ্বাসের জোরে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার স্বপ্ন, প্রশাসনিক বড় কর্মকর্তা হয়ে সাধারণ মানুষের সেবা করা। কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন এখন অনিশ্চিত।

সাকিবের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘মা, যত কষ্টই হউক আমাকে বড় হতে হবে’—ছেলের এই কথা তাকে সব সময় শক্তি জুগিয়েছে। এখন দরকার শুধু সমাজের সহায়তা, যাতে তার স্বপ্ন থেমে না যায়।

তায়েব/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর