Logo

সারাদেশ

একসাথে চা খেয়ে বৃদ্ধকে হত্যা, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৩৫

একসাথে চা খেয়ে বৃদ্ধকে হত্যা, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার শেরপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে ৬০ বছরের বৃদ্ধ কবিরাজ আকবর আলীকে। শনিবার (২২ মার্চ) রাতে শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার চারমাথা এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত আকবর আলী ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে আকবর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা একসাথে ধড়মোকাম এলাকার একটি চায়ের দোকানে বসে চা খান। কিন্তু কিছু সময় পর রাত ১১টার দিকে প্রতিবেশীরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আকবর আলীকে দেখতে পান। তার পরিবারের সদস্যদের খবর দিলে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকবর আলী একজন কবিরাজ ছিলেন। নিহতের ছেলে শাহ জামাল ও স্থানীয় প্রতিবেশী বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং তার পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পড়ে ছিল। মোবাইলে কল করে  তারা নিশ্চিত হন, এগুলো আব্দুল লতিফের। আব্দুল লতিফ ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে। 

ঘটনার পর থেকে আব্দুল লতিফ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও চাদর উদ্ধার করেছে।

নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর