Logo

সারাদেশ

অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হবে : দিলারা মোস্তফা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:৪২

অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হবে : দিলারা মোস্তফা

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যেন লেখাপড়া করে মানুষের পাশে দাঁড়াতে পারে। সমাজের বিত্তবান মানুষদের সেই সুযোগ করে দিতে হবে। কারণ একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর জীবন গড়ে তোলা আমাদের দায়িত্ব। 

শনিবার (২২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম ছেলেমেয়েদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, অ্যাঢভোকেট বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মাসুদ করিম নান্নু উপস্থিত ছিলেন।

এ সময় দিলারা মোস্তফা আরও বলেন, সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সকলের সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। প্রতিটি পিতামাতার কর্তব্য হচ্ছে তাদের সন্তানের ভালোভাবে খেয়াল রাখা। আগামীর সুন্দর সমাজ গড়তে হলে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।

আফ্রিদি আহাম্মেদ/বিএইচ

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর