Logo

সারাদেশ

বৈছাআ সিলেট জেলা শাখার আহ্বায়ক গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:৪৬

বৈছাআ সিলেট জেলা শাখার আহ্বায়ক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

শনিবার (২২ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে জালালাবাদ থানাপুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

আক্তার জালালাবাদ থানাধীন আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গতকাল (শনিবার) ইফতার মাহফিলে শান্ত নামের এক যুবক আহত হয়েছেন। তার দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, শনিবার সিলেট মহানগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে আয়োজিত এনসিপি’র ইফতার মাহফিলে এ দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এসময় শান্ত নামে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭/৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

এনসিপির এক যুগ্মআহ্বায়ক পদবির এক নেতা বলেন- বৈষম্যেবিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা নাসির ও গালিবসহ অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারো তারা মারামারিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, ঘটনার ভিডিওচিত্র ধারণকালে কয়েকজন ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজন নেতা। এ ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উলটো তেড়ে আসেন।

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা সরে গেলেও ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর