কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে হামলা, আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে দাইয়ু সোয়েটার কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য বেতন ও ঈদ বোনাস পরিশোধে টালবাহানা করছে। ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন। কিন্তু তাদের দাবির পরিবর্তে সন্ত্রাসী হামলার শিকার হতে হলো।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’
দেলোয়ার হোসেন/এটিআর