Logo

সারাদেশ

সালথায় গাছের চাপায় শ্রমিক নিহত

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৪:২১

সালথায় গাছের চাপায় শ্রমিক নিহত

ফরিদপুরের সালথায় গাছের কাটা ডালের চাপায় মিলন ফকির (৪৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফকির বোয়ালমারী উপজেলার রতনদিয়া খামারপাড়া গ্রামের মৃত মহের ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সালথা উপজেলার বড় লক্ষনদিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের ভাই জাফর ফকির ও স্ত্রী জাহানারা বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবারও গাছের কাজে খলিশপুটি যান মিলন ফকির। গাছ কাটার সময় অসতর্কতার কারণে চাম্বুল গাছের কাটা ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এবিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, গাছের চাপায় মিলন ফকির নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পারভেজ মিয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর