মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:১০

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অনন্ত (১৮) নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন খেলার মাঠের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক অনন্ত মুক্তাগাছা উপজেলার আমোদপুর গ্রামের লিটন খানের ছেলে।
গুরুতর আহতরা হলেন- জসিম উদ্দিন (২৮) ও একজন অজ্ঞাতনামা (২৫) যুবক। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যেখানে দ্রুতগতির যানবাহন ও অসতর্ক চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।
নিহত অনন্তের এক আত্মীয় জানান, অনন্ত খুব হাসিখুশি ছেলে ছিল। তার মৃত্যুতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির শূন্যতা পূর্ণ হওয়ার নয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছেন।
এমবি