সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ২১

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:১৩

সুনামগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নাধীন সুরমা নদী থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনকালে ২১ জনকে আটক করা হয়েছে।
আটকদের কাছ থেকে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়। দোষীদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
মো.আব্দুল হালিম/এটিআর