Logo

সারাদেশ

বড় ভাইদের মারধরে ছোট ভাই নিহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:৩১

বড় ভাইদের মারধরে ছোট ভাই নিহত

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও ভাইপোদের মারধরে কাদের মোড়ল (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কাদের মোড়ল ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়লসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে রোববার ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদের মোড়লকে তার ভাইয়েরা ঘাড়, পেট ও বুকে আঘাত করে। এতে কাদের মোড়ল জ্ঞান হারান এবং তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, আমার ভাসুরদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে ভোর সাড়ে ৫টার দিকে আমার স্বামীকে প্রকাশ্যে মারধর করা হয়।

কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান অভিযোগ করেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে একটি জমি কিনেছিলাম। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফ মোড়ল, চাচা অহেদ মোড়ল, চাচা রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমানসহ তাদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করি।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আব্দুস সামাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর