Logo

সারাদেশ

সৈয়দপুরে বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:৫৪

সৈয়দপুরে বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে বিরল প্রজাতির একটি ময়ূর পাখি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার (২২ মার্চ) বিকালে ময়ূরটি প্রথমে ওই এলাকার আব্দুল করিম মাস্টারের ছেলে মুকুল ভুট্টাক্ষেতে দেখতে পান। পরে দ্রুত স্থানীয় উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপর পাখি উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ও বনবিভাগ যৌথভাবে পাখিটি উদ্ধার করে।

পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, ময়ূরটি সম্ভবত ভারতের কোনো এক বনাঞ্চল থেকে উড়ে এসে পৌঁছেছে।

সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহিকুল ইসলাম মুসকুরী বলেন, আমরা ময়ূরটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পাখিটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

তৈয়ব আলী সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর