Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:২১

বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার  বিদ্যুৎনগর আপুইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিকশাচালক, ১ নং ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পটিতা পাড়া এলাকার আবুজাফর প্রামাণিকের ছেলে রঞ্জু প্রামানিক (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির সাব-ইন্সপেক্টর শামিনুল ইসলাম।

তিনি জানান,ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকটি সার বোঝাই করে কাহালুর উদ্দেশে যাওয়ার সময় বিদ্যুৎনগর এলাকায় থেকে যাত্রী নেমে দিয়ে ইউটার্ন করে তিনমাথার দিকে যাওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়েছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি মালামালসহ আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেব।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর