মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:২৬

নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম চমক রায় (১৬)। সে সৈয়দপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে এবং গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে চমক মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের কাছে নালায় মাছ ধরতে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাহনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
তৈয়ব আলী সরকার/এটিআর