
বরিশাল-পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত মো. আরিফ সদর উপজেলার খলিসাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরিফ পার্শ্ব রাস্তা থেকে ভ্যান নিয়ে মহাসড়কে উঠলে বরিশাল থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, মো. আরিফ নামে এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি