মির্জাপুরে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:৪৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মাসুদুর রহমান।
সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মির্জাপুর পৌরসভার ৪ হাজার ৬২১টি দরিদ্র পরিবার এই সহায়তা পাচ্ছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, দায়িত্বপ্রাপ্ত রিলিফ অফিসার মাজহারুল হক, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
পৌর প্রশাসক মাসুদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বিনামূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে। আমরা এই সহায়তা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করছি।
রাব্বি ইসলাম/এটিআর