Logo

সারাদেশ

মুখে কাপড় চেপে ধরে ২ লক্ষাধিক টাকা ছিনতাই

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:৪৭

মুখে কাপড় চেপে ধরে ২ লক্ষাধিক টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে এক জুতা ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে ২ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমন (৩০) কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার শাহীন মিয়ার ছেলে।

জানা গেছে, রপ্তানি বলিভদ্র থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের ছিনতাইকারীরা সুমনের মুখে কাপড় চেপে ধরে তাকে অচেতন করে ফেলে। এরপর তার কাছে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং কালিয়াকৈর উপজেলার হিজলতলী ব্রিজের নিচে ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসার পর তার জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেলোয়ার হোসেন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর