Logo

সারাদেশ

বগুড়ায় ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:৫৪

বগুড়ায় ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে পাসসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, রুহুল আমিন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, আবু সুফিয়ান, জিললুর রহমান, আবু বক্করসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম রবি, মো. আরিফুর রহমানসহ ১২টি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগে যদি বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করা হয়, তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ৫ দফা দাবি মানা না হলে দেশের হাজারো শিশু কোরআন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে এবং তারা ইসলাম থেকে দূরে সরে যাবে।

এ সময় শিক্ষকরা তাদের ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো :

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায় মাহে রমজানের মধ্যে পাস করতে হবে; ঈদ-উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে; শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ী করতে হবে, কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতি গ্রহণ করা যাবে না; প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র স্থানান্তরের সুযোগ দিতে হবে; অসুস্থতা, অবসর বা মৃত্যুজনিত কারণে এককালীন অর্থ সহায়তার জন্য শিক্ষক তহবিল গঠন করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর