আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৮:৫১

ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে দখলদারদের বিরুদ্ধে। এ সময় তারা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
রোববার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে। এর অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে বলিভদ্র বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় দখলদাররা পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় তারা।
পুলিশ সুপার আরও জানান, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
আরিফুল ইসলাম সাব্বির/এমবি